Sunday, April 27, 2014

Snippind Tool

Screen Shot PC

 Snipping Tool Plus ছোট কিন্তু খুবই কাজের একটি টুল। এর মাধ্যমে পিসির যেকোনো অংশের স্ক্রিন শট নিন খুব সহজেই। ছবি এডিট করার সুবিধাও আছে। Start Menu-তে Snipping Tool লিখে সফটওয়্যারটি ওপেন করে যে অংশটি কেপচার করবেন সে অংশটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে ওই অংশটি সিলেক্ট করে ছেড়ে দিলে কেপচার হোয়ে যাবে, তারপর সেভ করে ফেলুন। 

Windows 7 - এ ইনস্টল করা থাকে। Start Menu-তে Snipping Tool লিখেলেই পেয়ে যাবেন। 

অথবা এখান থেকে ডাউনলোড করে নিন - 

Snipping Tool Plus Download

 

0 comments:

Post a Comment