Saturday, October 11, 2014



এটি ইমাম আনওয়ার আল আওলাকির বিখ্যাত লেকচার সিরিজ THE HEREAFTER এর অনুকরণে নির্মাণ করা হয়েছে। এই লেকচার সিরিজে অত্যান্ত চমৎকার ও ধারাবাহিক ভাবে প্রত্যেকটি স্তর বিশদভাবে দলিল ভিত্তিক বর্ণনা করা হয়েছ। ২২ পর্বের লেকচার ‍সিরিজটি নিচের লিংকটি থেকে ডাউনলোড করে নিন-
http://amrarasulersainik.blogspot.com/2014/01/the-hereafter.html

Friday, October 10, 2014



ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল বাংলায়


ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম ।  ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ   যেখানে পাওয়া যায় সেই মার্কেটপ্লেসগুলোতেও ওয়ার্ডপ্রেসের অনেক কাজ থাকে। ওয়েবসাইট তৈরির জন্য তুলনামূলক অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। কারণ, এর মাধ্যমে অনেক সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় কোনো রকম প্রোগ্রামিংয়ের ধারণা ছাড়াই। ওয়ার্ডপ্রেসের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল গুলো ডাউনলোড করে নিন এখান থেকে।

Sunday, August 3, 2014

তারুণ্য বাংলা অভিধান ডেক্সটপ / মেবাইল ভার্শন

 

অসাধারণ একটি বাংলা ডিকশনারী "তারুণ্য বাংলা অভিধান"। আপনাদের জন্য এর লেটেস্ট ভার্শন (২.০) দেওয়া হল। এর বিশেষ সুবিধা সমূহ:
১. English to Bangla Dictionary
২.Bangla to English Dictionary
৩.Online Dictionary
৪. Ofline Dictionary
৫. নতুন শব্দ ‍যোগ করা
এছাড়াও আছে আরও অনেক সুবিধা। সুতরাং দেরি না করে এখনই  ডাউনলোড করে নিন।


Desktop Version           Mobile Version

 

বিজয় বায়ান্ন ফুল ভার্শন ফ্রী


বাংলা টাইপের জন্য বিজয় বায়ান্নোর জুুুুড়ি নেই। নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সিরিয়াল নাম্বরের কোন প্রয়োজন নেই।

Youtube ভিডিও ডাউনলোডের সবচাইতে সহজ উপায়

  না দেখলে মিস্ করবেন
     আমরা আমাদের প্রয়োজনিয় সব ভিডিও Youtube-এ দেখে থাকি এবং এই সকল ভিডিও গুলো ডাউনলোড করার জন্য বিভিন্ন Youtube Video Downloader সফটওয়্যার ব্যবহার করে থাকি। আজ আমি আপনাদের কোন Youtube Video Downloader সফটওয়্যার ছাড়াই Youtube ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ উপায়টি দেখবো। এ পদ্ধতিতে বিভিন্ন ফরমেটে ভিডিও ডাউনলোড করা যাবে। পদ্ধতিটি Mozilla Firefox-এর জন্য প্রযোজ্য। নিচে পদ্ধতিটি দেখানো হলো -

১. প্রথমে Mozilla Firefox ওপেন করে https://addons.mozilla.org/en-US/firefox/addon/1-click-youtube-video-downl/ এই লিংকে গিয়ে "Add to Firefox" বাটনে ক্লিক করুন। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।


  ২. কয়েক ‍সেকেন্ড পর নতুন একটা বক্স ‍ওপেন হবে। বক্স-এ Install বাটনে ক্লিক করে ২/৩ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর দেখবেন ব্রাউজারের বামপাশের উপরের কর্ণরে Restart Now লেখা একটি বক্স ওপেন হয়েছে। Restart Now বাটনে ক্লিক করলে ব্রাউজারটি রিস্টার্ট হবে। ব্যাস, আপনার কাজ শেষ। এবার Youtube -এ গিয়ে কোন ভিডিও ওপেন করলে দেখবেন ভিডিওটির নিচে নতুন একটি Download বাটন চলে এসেছে। Download বাটনে ক্লিক করলে দেখবেন বিভিন্ন ফরমেট দেখাবে। পছন্দের ফরমেটে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।


এবার আপনি যখন খুুশি তখন Youtube থেকে ভিডিও ডাউনলোড করুন আপনার পছন্দের ফরমেটে।

আয় কিরুন ফ্রি ব্লগ সাইট দিয়ে

 

ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে আয় করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো Adsense । কিন্তু Adsense এ ‍সাইট ‍aprove করানো খুবই কঠিন কাজ। তাছাড়া Adsense বাংলা সাইট approve করে না। তাই আজ আপনাদেরকে Adsense-এর alternative একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব।

Chitika:

Adsense-এর পরে Chitika হল অন্যতম সেরা এ্র্র্র্যাড সাইট। Adsense-এর মত এদের এত ‍শর্ত নাই। আপনার সাইটে মোটামুটি ভাল মানের ১০/১২ টা পোষ্ট থাকলেই সাইট এপ্রুভ হয়ে যাবে। তাছাড়া এটি বাংলা সাইট সাপোর্ট করে। রেজিষ্ট্রেশন খুবই সহজ। এখানে ক্লিক করে ওদের সাইটে গিয়ে Publisher হিসেবে Signup করুন। ২৪ ঘন্টার মধ্যে তারা আপনাকে মেইল পাঠিয়ে নিশ্চিত করবে তারা আপনার সাইটকে এপ্রুভ করেছে কিনা। এপ্রুভ করার পর Log In করে এ্র্যাড কোড নিয়ে আপনার সাইটের সুবিধাজনক স্থানে বসিয়ে দিন। ব্যাস হয়ে গেল, এবার যত ভিজিটর এ্যাডে ক্লিক করবে আপনি তত ইনকাম পাবেন। সর্বনিন্ম ১০ ডলার হলেই Paypal অথবা চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
 কোন প্রশ্ন থাকলে  কমেন্ট করুন।

Saturday, July 19, 2014

স্বাস্থ্য সংক্রান্ত ভুল ধারণা সমূহ !?!

স্বাস্থ্যসংক্রান্ত এমন  অনেক কিছু ধারনা আমাদের দেশে প্রচলিত আছে যা সম্পুর্ন ভুল, মেডিকেল সাইন্সেও তার কোন ভিত্তি নেই। কিন্তু বহুযুগ লালিত এই বিশ্বাসগুলো এতটাই শক্তিশালী যে ডাক্তাররা পর্যন্ত রোগীর বিভ্রান্তি কাটাতে সক্ষম হন না অনেক সময়। সেরকম কিছু বিষয় তুলে ধরছি। আশা করি সবার উপকারে আসবে।

১. বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়
বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে -এ ধারণাট মোটামুটি সবার মধ্যেই আছে। প্রকৃতপক্ষে ডায়াবেটিস হওয়ার জন্য মিষ্টি দায়ী নয় ।ডায়াবেটিস হওয়ার পর মিষ্টি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিস হওয়ার আগে যতই মিষ্টি খাওয়া হোক, সুগারের পরিমাণ কিন্তু ঠিকই থাকবে। যদি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে ঠিকমতো ইনসুলিন তৈরি এবং নিঃসরণ হয়, তাহলে মিষ্টিতে কোনো ক্ষতি হবে না। আসলে ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী হচ্ছে অতিরিক্ত ওজন, কায়িক পরিশ্রমের অভাব ,পারিবারিক ইতিহাস এবং আরও অন্যান্য কারন।

২. মুখে মধু, বাক্যে অমৃত
শিশুর জন্মের সঙ্গে সঙ্গে নাকি মুখে মধু দিলে সেই বাচ্চা হয় মিষ্টভাষী। তাই জন্মের সঙ্গে সঙ্গে তার মুখে কয়েক ফোঁটা মধু দেন অনেকেই। কেউ কেউ দেয় পানি, এমনকি কৌটার দুধও। কিন্তু ডাক্তারি বিদ্যায় পরিষ্কারভাবে বলা আছে, বাচ্চার জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ ছাড়া তার প্রয়োজন নেই এক ফোঁটা পানিও। অন্য কিছু তো তার মুখে দেয়ার প্রশ্নই আসে না। ৬ মাস পর্যন্ত মধু,  পানি এবং কৌটার দুধ থেকে শুরু করে যেকোনো খাবার শিশুর শরীরের জন্য ক্ষতিকর। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো দেবার পর শিশু পেটে ব্যথা, বমি, ডায়রিয়া ইত্যাদি সমস্যায় আক্রান্ত হয়।

৩. বেশি খেলে গর্ভের বাচ্চা বড় হয় না
বয়স্ক মহিলাদের মধ্যে এ ধারণাটি ব্যাপক। গ্রামে প্রায় মানুষেরই  আছে এ ধারণাটি। তাদের যুক্তি, গর্ভকালীন বেশি খেলে পেটের জায়গা দখল হয়ে যায় খাবার দিয়ে। ফলে গর্ভের বাচ্চাটি বড় হওয়ার জন্য প্রয়োজনীয় জায়গা পায় না। এটি খুবই ভুল ধারণা। গর্ভকালীন মায়ের জন্য  বরঞ্চ আরো অতিরিক্ত খাবার প্রয়োজন বাচ্চা সঠিক বেড়ে ওঠার জন্য। গর্ভকালীন মা কম খেলে বাচ্চা বরং ওজনে কম হতে পারে।

৪. টক খেলে ক্ষত শুকায় না
কোথাও কেটে গেলে বা অস্ত্রোপচারের পর টক-জাতীয় খাবার খেলে ক্ষত শুকাতে সময় লাগে। কেউ কেউ এমন ধারনাও করেন টক খেলে ক্ষতস্থান  পাঁকে।  অনেক শিক্ষিত লোকের মধ্যেও এ ধারণাটি আছে। কিন্তু লেবু, কমলা, আমড়া, বরই, কামরাঙা ইত্যাদি টক-জাতীয় ফল হলো ভিটামিন ‘সি’র একটি ভালো উৎস। এই ভিটামিন ‘সি’ কোলাজেন তৈরির মাধ্যমে ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যেতে সাহায্য করে। তাই কাটাছেঁড়ার ক্ষত শুকাতে টক-জাতীয় খাবার ক্ষতি নয়, উপকার করে।

৫.ক্রিম রং ফর্সা করে
বিজ্ঞাপনের শক্তিশালী ভাষার কাছে বিজ্ঞান নিতান্তই অসহায়। ত্বকের মেলানিন নিয়ন্ত্রণ করে বা কমিয়ে ক্রিম করছে নারীকে অপরূপ। ইদানীং পুরুষদের রং ফর্সা করারও ক্রিম এসেছে। ত্বকের কেরাটিনযুক্ত স্কোয়ামাস এপিথেলিয়াম ভেদ করে ক্রিমের কোনো উপাদানই ভেতরে যেতে পারে না এবং এগুলো ত্বকে অ্যাবজর্ব বা শোষিতও হয় না। বরং খাওয়া-দাওয়ার মাধ্যমে ত্বকের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করুন, তাতে ফ্রেশ ও সুন্দর থাকতে পারবেন। তবে শীতকালে ক্রিমের ব্যবহার উপকারী। এ সময় ক্রিমের ব্যবহারে ত্বকের পানি বা ময়েশ্চার বের হয়ে যাওয়া ঠেকানো যায়।

৬. তেল চুল লম্বা করে ও মাথা ঠাণ্ডা রাখে
অনেকে ভাবে, তেল মাথা ঠাণ্ডা রাখে এবং চুল শক্ত, ঘন ও লম্বা করে। কেউ কেউ আবার চুলে লাগায় ভিটামিন। এতে নাকি চুল পড়াও বন্ধ হয়। এর সবই ভুল। তেল মাথার মোটা চামড়া ও খুলি ভেদ করে ব্রেইন পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই পায় না, ঠাণ্ডা করা তো দূরের কথা। তবে অনেক তেলে মেন্থল মেশানো থাকে বলে একটা ঠাণ্ডা অনুভূতি তৈরি করতে পারে কেবল মাথার চামড়ায়। চুল শরীরের অংশ, কিন্তু এটা নির্জীব। মৃতকোষ এরা। এদের সারাদিন ভিটামিনে ডুবিয়ে রাখলেও কোনো লাভ নেই। ঘন, লম্বা ও শক্ত করার তো প্রশ্নই ওঠে না। বরং মাথার চুল পরিষ্কার রাখলে চুল সুস্থ থাকবে। এতেই চুল পড়া কমবে। তবে তেল চুলে ময়েশ্চার বজায় রাখে এবং জটা বাঁধা রোধ করে বলে চুল ছিঁড়ে যাওয়ার সমস্যা কমিয়ে দেয়।

৭.দিনে আট গ্লাস পানি খেলে রোগমুক্ত থাকা যায়
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড দেশটির জনগণকে দৈনিক আট গ্লাস ফ্লুইড বা তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছিল। সেখান থেকে একান-ওকান হয়ে পৃথিবীজুড়ে প্রচলিত হয়ে গেছে এই মতবাদ। পানি যে আমাদের জন্য খুব দরকারী একটি জিনিস তাতে সন্দেহ নেই। তবে চা, দুধ, ফল এমনকি শাক-সবজিও শরীরের পানির চাহিদা পূরণ করতে পারে। তৃষ্ণা পেলে অবশ্যই পানি খাবেন। কিন্তু অতিরিক্ত পানিও বিপদের কারণ হতে পারে। এতে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি।

৮. ভিটামিন খেলে  শক্তি বাড়বে
ভিটামিন হলো খাদ্যের একটি অত্যাবশ্যকীয় জৈব রাসায়নিক উপাদান, যা শরীরের ভেতরে তৈরি হয় না এবং অবশ্যই খাবার থেকে গ্রহণ করতে হয়।আমাদের ধারণা, ভিটামিন শরীরে শক্তি জোগায়, ভিটামিন খেলে দুর্বলতা কমবে বা খারাপ স্বাস্থ্য ভালো হবে। আসলে ধারণাটা ঠিক নয়। ভিটামিন থেকে শরীরে সরাসরি কোনো শক্তি উৎপন্ন হয় না। তবে বিভিন্ন প্রকার খাদ্য, যেমন শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাবারের বিপাক-প্রক্রিয়ায় ভিটামিন অংশ নেয়। ফলে দেহে কোনো একটি ভিটামিনের অভাব হলে সেই নির্দিষ্ট উপাদানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

৯. ভিটামিন খেলে গর্ভের বাচ্চা বেশি বড় হয়ে যায়
অনেকের ধারনা গর্ভ কালীন সময়ে মা যদি ভিটামিন খায় তবে নাকি গর্ভের বাচ্চা বেশি বড় হয়ে যায়। তাতে বাচ্চা প্রসবের সময় প্রসবে মার বেশি কষ্ট হয়, প্রসবে সমস্যা হতে পারে তাই মাকে ভিটামিন না খাবার পরামর্শ দেয়  তারা। এটা  ভুল ধারনা। আয়রন, ফলিক অ্যাসিড এগুলো বরং বাচ্চার কিছু জন্মগত  ত্রুটি না হবার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে।

১০. দুশ্চিন্তায় চুল পাকে
অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মানুষের ভেতরের আর বাইরের বয়স দুটোই বাড়িয়ে দেয়। তবে এর কারণে যে চুল পেকে যায় এই ধারণাকে সমর্থন করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি আজো। বরং মানুষের চুল পাকে জিনগত কারণে। তাই চিন্তা করলেন আর নাই করলেন তার সঙ্গে চুল পাকার সম্পর্ক নেই।

১১. ইনসুলিন ক্ষতিকর
ডায়াবেটিক রোগীকে ইনসুলিন নিতে হবে বললেই চোখ-মুখ শুকিয়ে যায়। তারা মুখে খাওয়ার ট্যাবলেট খেতে নিরাপদ বোধ করে। এর কারণ কিন্তু কেবল ইনজেকশন নেয়ার ভয় নয়। বহু ডায়াবেটিস রোগীই মনে করে, ইনসুলিন নেয়া ক্ষতিকর। ইনসুলিন মানেই ডায়াবেটিসের শেষ চিকিৎসা। আসলে ডায়াবেটিস রোগীর জন্য  এমনকি  গর্ভ কালীন সময়ে  ও ইনসুলিন নিরাপদ একটি ওষুধ।

Bangla Typing Master

বাংলা টাইপ শিখুন মাত্র ৩ দিনে !!!

খুব সহজে বাংলা টাইপিং শিখুন তাও মাত্র ৩ দিনে। বিশ্বাস হচ্ছে না ? তাহলে এখনি ছোট একটি সফটওয়্যার ডাউনলোড করে এখনি প্রেকটিস শুরু করুন।


Bijoy Typing Tutor

Size: 7 MB

Download

Friday, July 18, 2014

Kaspersky Internet Security 2014 Download

 

Kaspersky Internet Security 2014 ফুল ভার্শন ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রি !

প্রথমে নিচে থেকে "Kaspersky Internet Security 2014 Latest Version" এবং ”Patch” ফা্ইল দুটি ডাউনলোড করে ‍নিন।

1. Kaspersky Internet Security 2014 Latest Version 

2. Patch


**এই পেচ ফাইলটিকে অনেক এন্টিভাইরাস, ভাইরাস হিসেবে ধরে, কিন্তু এটি আমি নিজে টেষ্ট করেছি, নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন।

 ইনস্টল করার নিয়ম নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো :



ইন্সটল শেষ হলে ক্যাস্পারস্কি ওপেন করুন। দেখবেন ৩০ দিনের ট্রায়াল পেয়েছেন। এখন  মনযোগ দিয়ে নিচের স্টেপ গুলা ফলো করুন এবং ফুল ভার্সন উপভোগ করুন!

ধাপ - ১:
প্রথমে Icon Tray তে যান। ওখানে ক্যাস্পারস্কি এর আইকনে মাউস পয়েন্টার রেখে মাউসে রাইট বাটন ক্লিক করুন। সেখান থেকে “Pause Protection” এ ক্লিক করে প্রোটেকশন ৩০ মিনিট বা ইচ্ছামত সময় নির্ধারন করে দিন।


ধাপ - ২:
এখন Kaspersky ওপেন করে Settings > additional > Self Defense এ গিয়ে Enable Self Defense থেকে টিক মার্কটি তুলে দিন মানে Enable Self Defense ডিজেবল করে দিন। [যদি না পারেন তাহলে ভিডিও তে দেখুন]

 ধাপ - ৩:
 এখন Icon Tray থেকে ক্যাস্পারস্কি Exit করুন


 ধাপ - ৪:
 এখন প্যাচ ফাইলটি ওপেন করে প্যাচ এ ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন। কাজ শেষ হলে ক্যাস্পার নিজেই ওপেন হবে এবং তখন দেখবেন 386 Days এর লাইসেন্স পেয়ে গেছেন এবং তখন প্যাচ টি Exit করতে পারেন।


**আর আপডেট দিতে সমস্যা হলে এখান থেকে ম্যানুয়াল আপডেট ডাউনলোড করে নিন প্রতিদিন…


 ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না !!!

USB Disk Security Full Version Free Download

আপনার USB ড্রাইভকে ১০০% সুরক্ষিত করুন 


USB Disk Security 6.4.0.1 Full and Latest  with Serial Keys

আমরা PC তে যে সকল পেন ড্রাইভ ব্যবহার করি তা অধিকাংস সময় ভাইরাস এ ভরপুর থাকে যার জন্য আমরা এন্টিভাইরাস ব্যবহার করে থাকি। কিন্তু এন্টিভাইরাস ব্যায় সাপেক্ষ এবং প্রায় আপডেট দিতে হয়। কিন্তু USB Disk Security মাঝে মধ্যে আপডেট দিলে হয় অথবা অফলাইনেও কাজ করে। সুতরাং এখনি ডাউনলোড করে ইনস্টল করে নিন এবং USB হতে নিরাপদ রাখুন আপনার PC কে। 

ইনস্টল করার পদ্ধতি :
১. ডাউনলোড করে সফটওয়্যারটি ইনস্টল করুন। 
২. Username এবং Serial key দিন। 
৩. রেজিস্টার করুন এবং উপভোগ করুন ফুল ভার্সন। 

নিচে থেকে ডাউনলোড করুন -

Download