Wednesday, April 30, 2014

How to Hide Folder In PC

কম্পিউটারে ফোল্ডার বা ফাইল হাইড করার নিয়ম: 

 

  আমাদের সবারই নিজের কম্পিউটারে কিছু ব্যাক্তিগত ফাইল থাকে যা ‍সবাই দেখুক তা আমরা চাই না। তাই ফাইল গুলোকে কোন ‍সফটওয়্যারের মাদ্ধ্যমে লক বা হাইড করে রাখতে হয়। যে নিয়মটা আমি দেখাতে যাচ্ছি ‍সেটির মাদ্ধ্যমে কোন ‍সফটওয়ার ছাড়াই কম্পিউটারের ‍যে কোন ফাইল বা ফোল্ডার হাইড করতে পারবেন খুব সহযেই। নিয়মটি অবশ্য অনেকেই যানেন, তবে যারা যানেন না তাদের জন্য এই পোষ্ট।
প্রথমে যে ফাইল বা ফোল্ডারটি হাইড করতে চান তার উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করে Properties -ক্লিক করুন, তারপর দেখবেন নিচের মত ‍একটি উইনডো ওপেন হয়েছে-
 এখানে Hidden লেখাটির পাশে টিকমার্ক দিয়ে Apply -এ click করে ok দিন। এবার দেখুন ফাইল বা ফোল্ডারটি গায়েব হয়ে গেছে।
এখন ফাইলটি আবার দেখতে Start Menu -থেকে Control Panel -এ গিয়ে Folder Option -এ ক্লিক করুন, দেখবেন নিচের মত একটি উইনডো ওপেন হয়েছে-


চিত্রে ৩নং চিহ্নিত অংশে Hidden Files and Folders -এর নিচে দুটি অপশন দেখবেন Show hidden files, folders or drivers অপশনটিতে ক্লিক করে Apply -তে ক্লিক করে ok দিন। দেখবেন ফাইলটি আবার দেখা যাচ্ছে। আবার হাইড করতে একই ভাবে Folder Option -এ গিয়ে Don't show hidden files, folders or drivers সিলেক্ট করে
Apply দিন।
পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ !

0 comments:

Post a Comment